সুসং দুর্গাপুর বিরিশিরি চিনামাঠির পাহাড় | Birishiri Pahar, Lake and Tourist Spot | LIVEwithRAJON*
সুসং দুর্গাপুর বিরিশিরি চিনামাঠির পাহাড় নেত্রকোণা | Birishiri Pahar Lake and Tourist Spot Netrokona | LIVE with RAJON*
#বিরিশিরি #দুর্গাপুর #বিজয়পুর #নেত্রকোনা #ময়মনসিংহ #রাণীখং #রাশিমনি_স্মৃতিসৌধ #কালচারাল_একাডেমি #সমেশ্বরী_নদী
---------------------------------------------------------------------------------------------------------------------
বিরিশিরি ...
বিরিশিরি (Birishiri) নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী গ্রাম। বিরিশিরির বিজয়পুরে আকর্ষনীয় চীনামাটির পাহাড় ও নীল পানির হ্রদ রয়েছে। বিজয়পুরের এই চীনামাটির পাহাড় এবং সমভূমি দৈর্ঘ্যে প্রায় ১৬ কিলোমিটার ও প্রস্থে ৬০০ মিটার পর্যন্ত বিস্তৃত। হ্রদের নীল জল নিমিশেই সমস্ত ক্লান্তি ও অবসাদ দূর করে দেয়। হ্রদের অপরুপ নীল জলের প্রধান উৎস হচ্ছে সমেশ্বরী নদী। এই নদী বর্তমানে কয়লা খনি হিসেবে অধিক পরিচিত। নীল জ্বলের হ্রদের মতই সোমেশ্বরী নদী আপন রুপে অনন্যা।
বিরিশিরিতে আর যা যা দেখবেন:
বিরিশিরিতে চীনামাটির পাহাড়, নীল জলের হ্রদ এছাড়াও সোমেশ্বরী নদী, রানীখং গির্জা এবং কমলা রানীর দীঘি ভ্রমণের জন্য আদর্শ জায়গা। সোমেশ্বরী নদীর তীরে কাশবন আর দূরের গারো পাহাড়ের সৌন্দর্য্য বিরিশিরিতে আসা সকল ভ্রমণকারীদের মুগ্ধ করে। বর্ষাযকালে সোমেশ্বরী নদী সমস্ত রুপ মেলে ধরে, তখন বিরিশিরির যৌবনের সৌন্দর্য্য দেখতে পর্যটকরা এসে ভিড় জমায়। এছাড়াও এখানে আছে পাহাড়ী কালচারাল একাডেমী, গারো, হাজং ইত্যাদি নৃগোষ্ঠী, হাজং ভাষায় টুঙ্কা বিপ্লব বা তেভাগা আন্দোলনের বেশকিছু স্মৃতিস্তম্ভ এবং সেন্ট যোসেফের গির্জা।
বিরিশিরি যাওয়ার উপায়:
ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে সরাসরি দুর্গাপুরের উদ্দেশ্যে সরকার এবং জিন্নাত পরিবহণের বাস ছেড়ে যায়। এ দুটি বাসে চড়ে দুর্গাপুর যেতে ২৫০ থেকে ৩৫০ টাকা লাগে। দুর্গাপুর বলা হলেও সাধারণত এই বাসগুলো সুখনগরী পর্যন্ত যায়। সুখনগরী থেকে নৌকায় করে একটা ছোট নদী পার হয়ে রিকশা, বাস বা মোটর সাইকেলে দূর্গাপুর যেতে হয়। বাস যেতে ২০ টাকা, রিকশায় যেতে ৮০ থেকে ১০০ টাকা এবং মোটর সাইকেলে ২ জন ১০০ টাকা ভাড়ায় দুর্গাপুর যাওয়া যায়।
ঢাকা থেকে রাত ১১ টা ৫০ মিনিটে হাওড় এক্সপ্রেস নামের ট্রেনে করে শ্যামগঞ্জ ট্রেন স্টেশনে নেমে সেখান থেকে বাস বা সিএনজি ভাড়া নিয়ে বিরিশিরি বাজার যাওয়া যায়। কিংবা একটু সহজে যেতে চাইলে হাওড় এক্সপ্রেস ট্রেনে নেত্রকোনা এসে চল্লিশা বাজার থেকে মোটর সাইকেলে জনপ্রতি ৩০০ টাকা ভাড়ায় সব স্পট দেখে ফিরতে পারবেন। এছাড়া বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ভোর ৪.০০/৪.৩০ তে যাত্রা করা জারিয়া স্টেশনগামী ট্রেনে করে ৮০ থেকে ১০০ টাকায় জারিয়া এসে ট্রলার, অটো, সিএনজি বা মোটরসাইকেলে করে দূর্গাপুর যাওয়া যায়।
চট্টগ্রামের অলংকার মোড় থেকে কিছু সাধারণ মানের বাস বিরিশিরির উদ্দেশ্যে যাত্রা করে। এইসব বাসে ৪৫০ থেকে ৬০০ টাকা ভাড়া লাগে।
বিরিশিরি বাজার থেকে ব্যাটারী চালিত রিক্সা ৫০০ থেকে ৬০০ টাকায় ভাড়া নিয়ে সবগুলো স্থান ৫-৬ ঘন্টায় দেখে ফেলতে পারবেন।
দুর্গাপুর থেকে ঢাকা ফিরতে দুর্গাপুরের তালুকদার প্লাজার সামনে থেকে রাত ১১ টা এবং ১১ টা ৩০ মিনিটে দুটি নাইট কোচ ঢাকার মহাখালীর উদ্দেশ্যে যাত্রা করে। এছাড়া জারিয়া ট্রেন ষ্টেশনে হতে দুপুর ১২ টায় একটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে।
কোথায় থাকবেন:
সুসং দুর্গাপুরে রাত্রিযাপনের জন্য জেলা পরিষদ ডাক বাংলো, বেশকিছু গেস্ট হাউস এবং মধ্যম মানের আবাসিক হোটেল আছে। প্রয়োজনে যোগাযোগ করতে পারেন – জেলা পরিষদ ডাক বাংলো (01558380383, 01725571795), ইয়ুথ মেন খ্রিস্টান অ্যাসোসিয়েশন বা ওয়াইএমসিএ-এর রেস্ট হাউস(01818613496, 01716277637, 01714418039, 01743306230, 01924975935, 01727833332), YWCA গেষ্ট হাউজ( 01711027901, 01712042916), ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমী গেষ্ট হাউজ ( 09525-56042, 01815482006)
দুর্গাপুরে মধ্যম মানের হোটেলের মধ্যে উল্লেখযোগ্য হলো – স্বর্ণা গেস্ট হাউস ( 0171228698, 01728438712), হোটেল সুসং (01914791254), হোটেল গুলশান(01711150807), হোটেল জবা (01711186708, 01753154617), নদীবাংলা গেষ্ট হাউজ ( 01771893570, 01713540542)। এই হোটেলগুলোতে ২০০ থেকে ৫০০ টাকায় রাত্রি যাপনের ব্যবস্থা রয়েছে।
কোথায় খাবেন:
বিরিশিরিতে ঘুরার সময় হালকা খাবার সাথে রাখতে পারেন কারণ যত্রতত্র খাবারের কিছু পাওয়া যায় না। এখানে মধ্যম মানের কিছু খাবার হোটেল বা রেস্টুরেন্ট রয়েছে যেখানে ভাত, ডাল, মাছ, মাংসের পাশাপাশি বকের মাংসও পাওয়া যায়। দূর্গাপুর বাজারে নেত্রকোণার বিখ্যাত বালিশ মিষ্টির স্বাধ নিতে ভুল করবেন না।
-----------------------------------------------------------------------------------------------------------------
প্রিয় ফলোয়ার ভাই, বোন ও বন্ধুগন!
আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের গুরুত্বপূর্ন তথ্য, ডকুমেন্টারী, বিষয় ভিত্তিক টকশো ও বিভিন্ন বুলেটিন গুলো আপনাদের কাছে পৌঁছে দিতে। সঠিক ও নির্ভরযোগ্য কন্টেন্ট তৈরিতে আমাদের একটি টিম নিরলস ভাবে কাজ করছে। আপনাদের ভালোবাসা পেলে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে চাই।
আমাদের ইউটিউব চ্যানেল: https://youtube.com/@LIVEwithRAJON
আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/LIVEwithRAJON/
শর্টস ভিডিও দেখুন: https://www.youtube.com/playlist?list=PLQclxGuAssOy0_-GXsIyGGfZvuorIFEbO
তথ্য ভিত্তিক বুলেটিন দেখুন: https://www.youtube.com/playlist?list=PLQclxGuAssOxr8Fwdy3F5DTeB1F0pe8py
লাইভ টক শো দেখুন: https://www.youtube.com/playlist?list=PLQclxGuAssOyfJytZvlDzTWvbCK7aY7IR
ট্রাভেল ব্লগ দেখুন: https://www.youtube.com/playlist?list=PLQclxGuAssOwF_aGjAYOdPoi5KXIaHlw0
বাংলাদেশী ডকুমেন্টারী দেখুন: https://www.youtube.com/playlist?list=PLQclxGuAssOxGywmb8fXw6q3s-DL1J7It
বিদেশী ডকুমেন্টারী দেখুন: https://www.youtube.com/playlist?list=PLQclxGuAssOxP9IWjHusqwbPC7dQNACCU
আমাদের সাথেই থাকুন! ধন্যবাদ।
